উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে ঋণের নীতি সুদহার আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নীতি সুদহার বা রেপো রেট ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।
নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে আট বেসিস পয়েন্ট করা হয়েছে।
নীতি সুদহার বাড়ানোর এসব সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হবে বলে বাংলাদেশ ব্যাংক বলছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো টাকা ধারে সুদহার বাড়ানোর লক্ষ্য হলো, আরো সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটা।
সোমবারই নীতি সুদহার বাড়ানোর আভাষ দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, বাড়তে থাকা খাদ্যপণ্যের তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের পলিসি রেট বা নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহে এ সুদহার বাড়ানো হবে।