অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন। তাকে হটিয়ে সেখানে বসেছেন বিশ্বখ্যাত ফ্যাশন হাউস- লুই ভুঁতোর প্রধান নির্বাহী ও চেয়ারম্যান বার্নার্ড আর্নোল্ট।
বিশ্বের ধনী গোষ্ঠীর হিসাব রাখার সাময়িকী- ফোর্বসের রিয়েল-টাইম তালিকার সর্বশেষ সংস্করণে এই তথ্য এসেছে। তবে, যে কোন মুহূর্তেই এই তালিকায় পরিবর্তন আসতে পারে।
ফোর্বস জানাচ্ছে, এই মুহূর্তে আর্নোল্টের ১৯৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। লুই ভুঁতো ও সেফোরা ছাড়াও গোটা বিশ্বে ৭০টি ব্রান্ড পরিচালনা করছেন এই ফ্যাশন ব্যবসায়ী।
এতদিন ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে স্থানে থাকা ৫৭ বছরের বেজোসের সম্পত্তির পরিমাণ ১৯৪.৯ বিলিয়ন ডলার। ফোর্বস জানাচ্ছে মহামারিতে অ্যামাজন ফুলে ফেঁপে উঠেছে। অনলাইনে বিক্রি বাড়ায় ২০২০ সালে প্রতিষ্ঠানটির রাজস্ব ৩৮ শতাংশ বেড়েছে।
আর প্রযুক্তি ব্যবসায়ী এবং টেসলার কর্ণধার ইলন মাস্ক রয়েছেন তৃতীয় স্থানে। তার দখলে আছে ১৮৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। তিনি একবার শীর্ষে উঠেছিলেন কিছুদিন আগেই।
আরও পড়ুন: দেশে বিনিয়োগ পরিস্থিতি খুবই ভালো: সালমান এফ রহমান
গেল জানুয়ারিতেই আর্নোল্টের প্রতিষ্ঠান এল.ভি.এম.এইচ আমেরিকান জুয়েলারি কোম্পানি টিফানি ১৫.৮ বিলিয়ন ডলার কিনে নেয়। বিলাসবহুল পণ্যের বাণিজ্যে এটি একটি রেকর্ড।
এদিকে, অ্যামাজন জানিয়েছে, সামনের দিনগুলোতে তাদের ব্যবসা কমে যাবে। কারণ, মহামারির ধাক্কা সামলে উঠে মানুষজন এখন দোকানে গিয়ে কেনাকাটা শুরু করেছে।
একাত্তর/আরএ