সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো: গভর্নর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

তারল্য সংকট কাটাতে, নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বন্ড ছেড়ে এসব টাকা তুলে নেবো। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

বৃহস্পতিবার, বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেছেন, সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই চিন্তা আমাদের।

তিনি বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হবে না। আগের সেই অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। 

তিনি আরও বলেন, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক পাশে দাঁড়াবে। ব্যাংকে গ্রাহকের আমানত পুরোপুরি সুরক্ষিত আছে। সবাই তাদের টাকা ফেরত পাবে।

গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য দেয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি। শাখাগুলোয় রোববার থেকে সবাই (গ্রাহক) নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন।

আমানতকারীদের উদ্দেশে গভর্নর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যে ব্যাংকেই টাকা রেখে থাকুন নিরাপদে থাকবে, সমস্যা হবে না। আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন। আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই, এ নিয়ে মাথাব্যথা আমাদের। 

নতুন টাকা ছাপানো নিয়ে তিনি বলেন, আমরা আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতে টাকা সরবরাহ করেছি। এখানে টাকার ফ্লো বাজারে বাড়বে না, আবার মূল্যস্ফীতিও বাড়বে না। কারণ, আমরা এক হাতে টাকা দিচ্ছি, বন্ড ইস্যু করার মাধ্যমে সেসব টাকা অন্য হাতে তুলেও নিচ্ছি।

ড. মনসুর বলেন, মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকবে। বাজারকে অস্থিতিশীল করবো না। রোববার থেকে ব্যাংকের শাখায় যাবেন, দেখবেন সব শাখায় টাকা নিতে পারছেন গ্রাহকরা। তবে সব গ্রাহক একবারে নিলে টাকা থাকবে না। আবার এটাও বলবো, কেউ যেন একসঙ্গে ১০০ কোটি টাকা তুলতে না যায়।

আরবিএস
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পাস হলো ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিষয় বাতিল বলা হলেও অতিরিক্ত দশ শতাংশ কর প্রদান করলে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড....
আর্থিকভাবে সংকটে থাকা শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর। 
ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত