সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

সারাদেশে খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার চলতি মাসে বেসরকারি খাতকে তিন দশমিক ৯২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে।  

মোট ৯২টি বেসরকারি চাল আমদানিকারক ইতিমধ্যে এই চাল আমদানির জন্য সরকারি অনুমোদন পেয়েছে। যার মধ্যে দুই দশমিক ৭৩ লাখ মেট্রিক টন সেদ্ধ এবং আরও এক দশমিক ১৯ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে। 

এই আদেশের মধ্যদিয়ে, খাদ্য মন্ত্রণালয় এই মাসে মোট ১৪ দশমিক ৮১ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ২৭৭টি বেসরকারি খাতের কোম্পানিকে চতুর্থবারের মতো আলাদাভাবে অনুমতি দিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) এম হাবিবুর রহমান হোসাইনি এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের। 

অতিরিক্ত সচিব বলেন, খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আমরা বেসরকারি খাতের ৯২টি কোম্পানিকে তিন দশমিক ৯২ লাখ মেট্রিক টন সেদ্ধ ও সেদ্ধা ছাড়া আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি।  

তিনি আরও বলেন, চলতি আমন ফসল তোলার দুই সপ্তাহ আগে ঘাটতি মেটাতে অবিলম্বে ওই পরিমাণ চাল আমদানির আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুসারে, বেসরকারি আমদানিকারকদের অবশ্যই ২২ ডিসেম্বরের মধ্যে খুচরা বাজারে চাল সরবরাহ করতে হবে।

এ কর্মকর্তা বলেন, আমদানিকারকদের এই পরিমাণ চাল আমদানি করা কোম্পানিগুলো পুনরায় প্যাকেজিং না করে সরাসরি বস্তায় করে বাজারে বিক্রি করতে হবে। 

চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরোদ বরণ সাহা বলেন, সরকারের চাল আমদানির সিদ্ধান্ত বাজারে চালের দাম আবার কমিয়ে দেবে। এমনকি এই আমদানি নতুন কাটা ধানের দামকেও প্রভাবিত করবে কারণ প্রতি কেজি ধানের দাম এখন ৩৬ টাকা থেকে ৩৬ দশমিক ৫০ টাকা।

এর আগে, খাদ্য মন্ত্রণালয় ১৮৫টি বেসরকারি খাতের কোম্পানিকে প্রায় ১০ দশমিক ৮৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিলো। যেখানে সাত দশমিক ৯২ লাখ মেট্রিক টন ছিলো সেদ্ধ চাল এবং বাকি দুই দশমিক ৯৭ লাখ মেট্রিক টন ছিলো সিদ্ধ ছাড়া ‘আতপ’ চাল।

আমদানিকারকদের ওই পরিমাণ চাল ১০ ডিসেম্বরের মধ্যে বিক্রি করতে বলা হয়েছে।

সরকারি খাতে বুধবার পর্যন্ত খাদ্য সঞ্চয়ের পরিমাণ ছিলো ১০ লাখ ৮৮ হাজার ৩৫১ মেট্রিক টন। যেখানে প্রায় ছয় লাখ ৬৬ হাজার ৭২৮ মেট্রিক টন চাল, চার লাখ ২১ হাজার ১৭১ মেট্রিক টন গম এবং বাকি ৬৮১ মেট্রিক টন ধান।

আরবিএস
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান-মেডিকেল-কৃষি যন্ত্রপাতিসহ প্রায় শত পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে।
ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২০০ জন কৃষক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এটি কোনো সীমান্তরক্ষী বাহিনীর কাজ হতে পারে না, এটি সন্ত্রাসী আচরণ। 
শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত