সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

জঙ্গিবাদের অজুহাতে তৃতীয় পক্ষের হাতে বীমা তথ্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য করা হয়েছে বীমা কোম্পানিগুলোকে। এজন্য গত সরকারের সময় ব্যবহার করা হয়েছে বহুল চর্চিত জঙ্গিবাদ অর্থায়নের মনিটরিংয়ের অজুহাত।

ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের জন্য ‘দুয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে বিনা দরপত্রের কাজ দেয়া হয়। এখতিয়ারের বাইরে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর থেকে চিঠি দিয়ে তৃতীয় পক্ষের হাতে তুলে দেয়া হয় গ্রাহকদের সব গোপন তথ্য।

জীবন বীমার পলিসি করলে সাথে সাথে গ্রাহকের মোবাইল ফোনে পৌঁছে যায় এসএমএস। পরবর্তীতে প্রিমিয়ামের টাকা জমাসহ বছরে ৭/৮টি ক্ষুদে বার্তা গ্রাহককে দিয়ে থাকে বীমা কোম্পানিগুলো।

ব্যাংকের মতো বীমা কোম্পানিগুলো নিজ নিজ গ্রাহককে এসএমএস সেবা চালু থাকার পরও ২০১৯ সালে তৃতীয় পক্ষের মাধ্যমে আরেকটি এসএমএস সেবা বাধ্যতামূলকভাবে চালু করে আইডিআরএ।

জঙ্গিবাদের অর্থায়নের ধুয়া তুলে বিনা টেন্ডার ইউনিফাইড ম্যাসেজিং ফ্ল্যাটফর্ম- ইউএমপির কাজ দেয়া হয় ‘দুয়ার’ নামে একটি কোম্পানি। শুরুতে পলিসি প্রতি ৩২ টাকা নির্ধারণ করলেও পরবর্তীতে তা প্রতি মাসের জন্য ৩ টাকা ৯০ পয়সা অর্থাৎ বছরে ১৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দুয়ার ও আইডিআরএ।

একই এসএমএস সেবা কোম্পানিগুলো মাত্র ৪৪ পয়সায় দিয়ে আসলে কেন আবারও দুয়ারকে এসএমএসের জন্য এত টাকা দিতে হবে?

গোয়েন্দা সংস্থার তথাকথিত জঙ্গি অর্থায়নের আশঙ্কার কথা বলে, ইউএমপির জন্য ১ কোটি বীমা গ্রাহকসহ মোট দুই কোটি মানুষের জাতীয় পরিচয় পত্র, ব্যাংক ডিটেলসহ যাবতীয় তথ্য দিতে হয়েছে তৃতীয় পক্ষ দুয়ারকে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

দুয়ারের প্যাডের ঠিকানা আদাবরের বায়তুল আমান টাওয়ারের লেবেল সিক্সে। অথচ সেখানে কখনও দুয়ার নামে কোম্পানি ছিল না বলে জানান ভবনের কর্মীরা।

ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে মিললো দুয়ারের সফটওয়্যার বিজনেস। জানা গেল বিনা টেন্ডারের পর বিনা ভাড়ায় বহাল তবিয়তে আইডিআরএ’র ভাড়াকৃত প্রজেক্ট অফিসে বসে ইতিমধ্যে বীমাখাতে থেকে শত কোটি বাগিয়ে নিয়েছে দুয়ার।

 

এআরএস
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত