শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রমই না বরং সামাজিক দায়বদ্ধতা থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) কাজ করে বলে জানিয়েছেন এমজিআই চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল।
রোববার (৫ জানুয়ারি) বিনিয়োগ, আমদানি ও কর্মসংস্থানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মোস্তফা কামাল বলেন, ১৯৭৬ সালে উদ্দেশ্যহীনভাবে চাচাতো ভাইয়ের ক্ষুদ্র মুদি দোকান কামাল ট্রেডিং নামে ক্ষুদ্র প্রতিষ্ঠান দিয়ে শুরু। এতো বড় হবো কখনো ভাবিনি।
তিনি বলেন, ব্যবসার বয়সে যতো প্রতিকূলতা পার করেছি সেটা ১০০ বছরেও বড় কোম্পানি মুখোমুখি হয়নি। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বিদেশী ১৩ প্রতিষ্ঠা বিনিয়োগ করেছে। দেশের ঘরে ঘরে এমজিআই এখন আস্থার নাম। নতুন বিনিয়োগে দেশকে নিতে চাই নতুন উচ্চতায়।
সহকর্মীরা বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, এমজিআইয়ের বড় শক্তি সহকর্মীরা, তাদের সহযোগিতায় এতো পথ পাড়ি দিয়েছি। সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। সামাজিক দায়বদ্ধতায় কাজ করে এমজিআই।
তিনি জানান, মেঘনা গ্রুপের বর্তমানে ৫৪ প্রতিষ্ঠান রয়েছে। এখানে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৫০ হাজার মানুষের। পরোক্ষভাবে আরো বেশি লোক মেঘনার সাথে যুক্ত বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে মেঘনা গ্রুপের অধীনে চারটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশের প্রতি দুই পরিবারের একটিতে কেনা হয় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের পণ্য। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা গ্রুপের বেশিরভাগ কারখানা।
মেঘনা নদীর তীর ঘিরে শিল্পায়নের যে যাত্রা কয়েক দশক আগে শুরু হয়েছে, তার প্রথম দিককার উদ্যোক্তাদের একজন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।