দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতোদিন ছিল এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এনিয়ে একই মাসে দ্বিতীয় বারের মতো বাড়লো ধাতুটির দাম।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়োলার্স অ্যাসেশিয়েশন (বাজুস)। নতুন এই দাম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দাম বাড়ানোর ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ১৫ হাজার ৭১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫ হাজার ৬১ টাকায় বিক্রি করা হবে।
অপরদিকে অপরিবর্তিত আছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা।