সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

কাস্টমস কমিশনার মাহবুবুরের বরখাস্ত নিয়ে হইচই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

ক্যাডার বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় কাস্টমস কমিশনার এ কে এম মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

তবে অভিযোগ উঠেছে, ন্যাশনাল ডিফেন্স কোর্সে অন্তর্ভুক্তি নিয়ে জটিলতায় বরখাস্ত হয়েছেন কমিশনার মাহবুব। আর এর পেছনে কলকাঠি নেড়েছেন আওয়ামীপন্থী কিছু কর্মকর্তা। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। 

বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান। ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সে অংশ নিতে চাকরি থেকে সম্প্রতি এক বছরের ছুটি নেন তিনি। তবে কোর্স থেকে বাদ পড়েছেন গত মাসে। সোমবার তাকে চাকরি থেকেও বরখাস্ত করেছে অর্থমন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি। 

মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, এডমিন ক্যাডারের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ার। সোমবার তার বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে ফেসবুকে। 

প্রতিবাদ জানান মাহবুবের সহকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দেশ-বিদেশ থেকে মানুষ এর নিন্দা জানান। তবে, এসব বিষয়ে মন্তব্য করেননি আইআরডি সচিব। 

এনডিসি থেকে মাহবুবের বাদ পড়া রহস্যের জন্ম দিয়েছে। গতবছর সিভিল প্রশাসন থেকে আবেদন করেন ৪২ কর্মকর্তা। এদের পাঁচ জনকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শুরুতেই বাদ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ভাইভা দেন ১১জন। চূড়ান্ত মনোনয়ন পান সবাই। ১২ জানুয়ারি ছিল ক্লাস শুরুর তারিখ। 

রেজিস্ট্রশনও করেন মাহবুব। কিন্তু ১০ তারিখ কোনো কারণ দর্শানো ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুবের নাম প্রত্যাহার করে। তিনি বাদ পড়লেও শেষ পর্যন্ত এনডিসিতে অংশ নেন ১৮ জন। অর্থাৎ ভাইভা না দিয়েও অনেকে সুযোগ পান। এদের মধ্যে শুরুতে বাদ পড়া পাঁচজনও আছেন। এ বিষয়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে যোগযোগ করা হলে কোনো সদুত্তর মেলেনি।  

অভিযোগ উঠেছে, বরখাস্ত করার আগে মাহবুবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। এসব বিষয়ে বক্তব্য দেননি এ কাস্টমস কর্মকর্তা। 

একাত্তর/এসি
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বলেছেন, দীর্ঘ দিন থেকে ঋণ নিয়ে নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই...
আগামী বছর জুলাই থেকে থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। 
ওষুধ, মোবাইল কল, ইন্টারনেট, এসি, রেস্টুরেন্টসহ কয়েকটি পণ্য ও সেবার বাড়তি ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না। ফিরিয়ে নেয়া হচ্ছে আগের অবস্থায়। এ বিষয়ে বৃহস্পতিবারই আদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত