চলতি মাসে ২০ দিনে পাঁচ বার বৃদ্ধির পর এবার দাম কমলো স্বর্ণের। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে দাম এক হাজার ১৫৫ টাকা কমিয়ে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে।
বাজুস জানায়, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম এক লাখ তিন হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন হাজার ২৪৩ বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা।