আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার খুব বড় নয়, তবে বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক- বাজেট নিয়ে গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানা বিষয় আসছে। আমরা বলেছি, আগামী বছরের বাজেটটা বাস্তবমুখী করবো। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন- মূল্যস্ফীতি কমাবো, একইসঙ্গে আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থানের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আজকে ট্যাক্সের বিষয় আছে, সংবাদপত্রের বেতন বাড়ানো বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।
বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হয় উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার আমি বলেছি ৫০ থেকে ৬০ পৃষ্ঠার বেশি বড় হওয়ার দরকার নেই৷ বাজেট সংক্ষিপ্ত হবে।
তিনি যোগ করেন, আসছে বাজেটে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ করার চেষ্টা থাকবে। সামাজিক নিরাপত্তা খাতের ভাতার পরিমাণ ও এর আওতা বাড়ানো হবে।
এছাড়া কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। সামাজিক নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা খাতে বরাদ্দ কমবে না। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা।