সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

মার্কিন পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনার প্রস্তাব ব্যবসায়ীদের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

তুলা ও সয়াবিনের মতো অনেক পণ্যই বিনা শুল্ক অথবা নামে মাত্র শুল্ক দিয়ে আমদানি করে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের গুটিকয়েক পণ্যে ৭৪ শতাংশ আমদানি শুল্ক আরোপই বাংলাদেশের জন্য কাল হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা।

তারা বলছেন, শুল্ক কমাতে বাংলাদেশের উচিৎ মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক পুনর্বিবেচনার করা। তাহলেই যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য ব্যবস্থায় লাভবান হওয়া সম্ভব।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে, গেলো বুধবার বাংলাদেশী পণ্যের উপরও আনুপাতিক হারে শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেখানে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের শুল্ক আরোপ করা আছে ৭৪ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, এটিকে আমলেই নিয়েই বাংলাদেশি পণ্যে নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের করলো যুক্তরাষ্ট্র। অথচ তুলা এবং সয়াবিনের মতো বেশিরভাগ পণ্যই যুক্তরাষ্ট্র থেকে বিনা অথবা স্বল্প শুল্কে আনা হলেও উড়োজাহাজের যন্ত্রাংশের মতো গুটি কয়েক পণ্যেই ৭৪ শতাংশ শুল্ক আরোপ করা ছিলো।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের উচিৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি শুল্ক পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া।
তথ্য বলছে যুক্তরাষ্ট্রের সাড়ে সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি রপ্তানির বিপরীতে আমদানিতে দুই বিলিয়ন ডলারের অর্থাৎ ঘাটতি পাঁচ বিলিয়ন ডলার।

বিজিএমইএ -এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, নতুন করারোপে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চড়া শুল্ক ছাড়াও হয়তো উভয় দেশের বাণিজ্য ঘাটতিকেই আমলে নেয়া হয়েছে।

আর, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কমাতে দ্বিপাক্ষিক আলোচনার বিকল্প নেই। তার মতে প্রস্তাবিত কর কার্যকর হওয়ার আগেই করনীয় ঠিক করে সেগুলো যুক্তিসহ তুলে ধরতে হবে যুক্তরাষ্ট্রের কাছে।

 

এআরএস
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের নির্বাচন উপলক্ষ্যে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম।
রপ্তানি বহুমুখীকরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা থাকবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাচ্ছি, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেন নরমাল ট্রেড হয়।
এখন থেকে ভারতের ভূমি ব্যবহার তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। চার বছর আগের চালু হওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত