নতুন উদ্যোক্তা তৈরিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দ্রুতই সার্কুলার জারির কথাও জানিয়েছেন তিনি।
চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার (৭ এপ্রিল) এসব কথা বলেন গভর্নর।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ -বিডার আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি লাল ফিতার দৌরাত্ম্য বেশি বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রতি বছর বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় বলে জানান তিনি। বলেন, ৪০ দেশের ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিয়েছে। এসব বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরিয়ে দেখানো হবে।
বাংলাদেশে উদ্বোধনী উদ্যোক্তার অভাব নেই বলেও উল্লেখ করেন বিডার চেয়ারম্যান। তিনি বলেন, স্টার্টআপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে না। এ কারণেই বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।