সংসদ না থাকায় আগামী দুই জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ওই দিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে। আর বাকি বাজেট কার্যকর হবে এক জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো শুনানি হবে না।
রোববার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তারা এসব তথ্য জানান।
তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে পরের দিন অর্থাৎ ২২ মে।
কর্মকর্তারা জানান, সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এদিকে একই দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিসিসিআই প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করহার খুব বেশি কমানোর সুযোগ নেই। তবে কোম্পানি লোকসান করলেও কর দিতে হয়, সেখানে নতুন বাজেটে কিছু করার চেষ্টা থাকবে।