সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল, নেপালের জন্য বিশেষ অঞ্চল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম

দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আছে। ওই ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে নেপালের জন্য করা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এমন সিদ্ধান্ত নিয়েছে বেজা-বেপজার গভর্নিং বডি। 

রোববার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। 

বাতিল করা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারিগুলো হলো:

সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)। 

বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো:

বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)। 

এদিকে একই দিন রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, একশটি নয় দরকার ১০টি পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তাই কক্সবাজারের সোনাদিয়া, বাগেরহাটের সুন্দরবন ইকোপার্কসহ ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে থাকা বেজা-বিডার পরিচালনা পর্ষদ। 

তিনি জানান, তবে নেপালের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনেই বিনিয়োগকারীরা পাবেন সব ধরণের সেবা।

একাত্তর/এসি
ইনভেস্টমেন্ট সামিটে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। এর বাইরে ছয়টি...
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনও এক জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে সরকার। এতে আরব আমিরাত ও চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এতে কমপক্ষে পনের হাজার...
বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে আরও সাতটি নতুন পরিষেবা, যার লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা।  
চীনভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত