দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫১১ টাকা বাড়িয়ে এক লাখ ৬৭ হাজার পাঁচ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি দুই হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে অপরিবর্তিত আছে রূপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।
এর আগে সোমবার (৫ মে) ২২ ক্যারেটের প্রতি ভরিস্বর্ণ দুই হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
গত ২৩ এপ্রিল দেশে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ পাঁচ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।