পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধের জেরে ঢাকার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। পতনের এ ধারা এখনও অব্যাহত আছে।
বুধবার (৭ মে) সকালে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে প্রধান সূচক ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি।
এদিকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৭৮ পয়েন্ট; ডিএসইএসের পতন হয়েছে ২২ পয়েন্ট; ডিএস থার্টি সূচকের পতন হয়েছে ২১ পয়েন্ট ।
এখন পর্যন্ত ডিএসই'তে লেনদেন হয়েছে ২২৬ কোটি ২০ লাখ টাকা। দাম বেড়েছে মাত্র ১৩টি শেয়ারের। অন্যদিকে দাম কমেছে ৩৬৩টি শেয়ারের; অপরিবর্তিত আছে ১৩টি শেয়ারের দাম ।
আজ লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্বিতীয়তে এনআরবি ব্যাংক, আর তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড।
এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।