জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে সংস্থাটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ মে) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা। সেইসাথে ধার করে, টাকা ছাপিয়ে ফুলিয় ফাঁপিয়ে বাজেট বড় করা হবে না বলেও জানান তিনি।
এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে শুরু থেকে এই প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন আয়কর ও কাস্টমসের কর্মকর্তাদের অনেকে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে।
এ সময় তার কাছে প্রশ্ন ছিলো- এমন সিদ্ধান্ত রাজস্ব আদায়ে কোনো প্রভাব ফেলবে কি না?
জবাবে তিনি বলেন, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে পলিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করা, এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোক দিয়ে আদায় করলাম।
এদিকে আসছে বাজেট কেমন হবে সে বিষয়েও কিছুটা ধারণা দেন অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন অর্থবছরের বাজেটে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেয়া হবে। ধার করে বড় বড় মেগাপ্রকল্প করবো না। ব্যাংক থেকে ধার করে, নতুন টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না।
আসছে বাজেটে কিছুটা ঘাটতি থাকবে, তবে তা পূরণ করতে বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।