কঠোর বিধিনিষেধ শিথিলের পর দোকানপাট খোলার দশ দিন পরও বেচা-বিক্রিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। ক্রেতাদের আগমনও কমে গেছে। শুক্র-শনিবারসহ সরকারি সাপ্তাহিক ছুটিতে টুকটাক বিক্রি হলেও তা আগের স্বাভাবিক সময়ের কাছাকাছিও নয়। ফলে লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।
দোকানিরা বলছেন, করোনার কারণে ক্রেতাদের শপিং মুডে ফিরতে আরও সময় লাগবে। এছাড়া এখন বেশিরভাগ ক্রেতাই কেনাকাটা করছেন অনলাইনে। রাজধানীর নিউ মার্কেট। শনিবার সকাল ১১টায়ও বেশিরভাগ দোকান খোলেনি। বেলা গড়িয়ে গেলেও ক্রেতার দেখা নেই। তাই, দোকান খোলা নিয়ে অনেকের মাঝেই গা ছাড়া ভাব।
দোকানিরা বিক্রিতে সন্তুষ্ট নন মোটেও। বলছেন, শুক্র এবং শনিবার সরকারি সাপ্তাহিক ছুটিতে বিক্রি কিছুটা ভালো হলেও সেটা আগের মতো না। দোকানগুলোতে প্রায় শতভাগ কর্মীর উপস্থিতি থাকলেও বেশিরভাগ এখনো নেয়নি করোনা টিকা।
মালিক সমিতি বলছে, দফায় দফায় লডাউনে তারা এখন পুঁজি সঙ্কটে। এমন অবস্থায় কর্মীদের টিকা দেওয়াসহ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকেও এগিয়ে আসতে হবে। সরকারী নির্দেশনা অনুযায়ী বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি আছে।
একাত্তর/ এনএ