সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

যুক্তরাষ্ট্রে শুল্কের চাপ সামলাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

আপডেট : ১৭ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘোষিত শুল্কনীতির চাপ মোকাবেলায় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আর অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ দেশের অর্থনীতিতে বড় ধরণের সঙ্কট তৈরি করবে না। তবে শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। 

শনিবার (১৭ মে) দুপুরে রাজধানীর ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তারা এসব কথা বলেন। 

গত তিন এপ্রিল বাংলাদেশসহ ১৮৪ টি দেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ‌বিভিন্ন বিষয়ে বিবেচনায় যুক্তরাষ্ট্র সরকার এমন সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে। 

তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে দেশের রপ্তানি বাজার নিয়ে চিন্তিত বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে আলোচনা করতে ঢাকা চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই আলোচনা সভা। 

অনুষ্ঠানে ট্রাম্পের শুল্কনীতি দেশের বাজারে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ‌বলেন, অবাস্তব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি থেকে রেহাই পেতে দেশটিকে বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা দিলে অন্য দেশগুলোও একই প্রত্যাশা করতে পারে। ‌ তাই বিষয়টিকে বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করতে হবে।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এসময় রপ্তানিকারক ব্যবসায়ীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার বলেও জানান তিনি। ‌

দেশের অর্থ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বাণিজ্য সচিব। ‌

একাত্তর/এসি
আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান-মেডিকেল-কৃষি যন্ত্রপাতিসহ প্রায় শত পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে।
তুলা ও সয়াবিনের মতো অনেক পণ্যই বিনা শুল্ক, অথবা নামে মাত্র শুল্কে আমদানি করে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের গুটি কয়েক পণ্যে ৭৪ শতাংশ আমদানি শুল্ক আরোপই বাংলাদেশের জন্য কাল হয়েছে বলে মনে করছেন...
আগামী বছর জুলাই থেকে থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। 
যে সকল পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই বিধায় সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত