সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

সরকারের বিবেচনায় মহার্ঘ ভাতা: অর্থ উপদেষ্টা

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:০২ পিএম

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২০ মে) অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আলাদা দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা। 

তিনি বলেন, আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে। 

এদিকে বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি কিছু পণ্যের ওপর  নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।  

আরবিএস
ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।
আগামীকাল সোমবার (২ জুন) জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত