সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

রপ্তানি শুল্ক প্রত্যাহারে বাড়ছে তামাক চাষ

আপডেট : ২২ মে ২০২৫, ০১:২৭ পিএম

গেলো এক বছরে ৫০ হাজার একর জমিতে বেড়েছে তামাক চাষ। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে ১ লাখ ৪২ হাজার একর জমিতে তামাক চাষ হয়। তামাকপাতা রপ্তানিতে থাকা ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রভাবেই সিগারেট কোম্পানিগুলো চাষ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

বিগত সরকারের নীতি সহযোগিতায় বিশ্ববাজারে তামাক রপ্তানি করে কোম্পানিগুলো শত কোটি টাকা মুনাফা লুটছে তখন হুমকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা।

২০২৩ সালে দেশে তামাক চাষ হয় ৯৩ হাজার একর জমিতে। ২৪ সালে সেটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার একর। অর্থাৎ এক বছরেই চাষ বেড়েছে ৫০ হাজার একর জমিতে। এই তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের।

কেনো হঠাৎ এতোটা বাড়লো তামাক চাষ? ২০১৯ সাল পর্যন্ত ১০০ টাকার প্রক্রিয়াজাত করা তামাক রপ্তানিতে সরকার শুল্ক পেতো ২৫ টাকা। বহুজাতিক কোম্পানিকে সুবিধা দিতে পরের বছর এই শুল্কের পুরোটাই প্রত্যাহার করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশরারফ হোসেন ভূইঞা।

একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম সাত্তার মণ্ডল এবং ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (স্বাস্থ্য ও ওয়াশ) ইকবাল মাসুদের মতে, শুল্ক ছাড় সুবিধা পেয়ে কৃষকদের সাথে চুক্তি করে একের পর এক চাষের জমি বাড়ায় কোম্পানিগুলো।

এ ছাড়া বাংলাদেশের তামাক পাতা সবচেয়ে সস্তা। প্রতিবেশী ভারতে প্রতি কেজি তামাক পাতার ২.৪৪ ডলার। পাকিস্তান ২.৩৯ ডলার, চীনে ২.৭০ ডলার ব্রাজিলে ৩.৫০ ডলার। আর বাংলাদেশে মাত্র ১.৬৮ ডলার।

জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ কর্মী আমিনুল ইসলাম সুজন বলেন, এ কারণে সিগারেট রপ্তানি পাশাপাশি বাংলাদেশের ধান-চাল ও সবজির জমিতে তামাক চাষ বাড়িয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার মুনাফা করছে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো। বিপরীতে নষ্ট হচ্ছে আবাদি জমির উর্বরতা ও পরিবেশ।

২০১৭ সালের অপিল বিভাগের এক রায়ে বলা হয় জনস্বাস্থ্য রক্ষায় তামাক চাষের জমি কমিয়ে আনতে হবে। নতুন করে কোনো বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিকে অনুমতি দেয়া যাবে না।

অথচ বর্তমান সরকারে দুটি তামাক কোম্পানিকে সিগারেট ও ই-সিগারেট উৎপাদনের অনুমতি দিয়েছে। এছাড়া ফিলিপ মরিস নামের একটি কোম্পানি নতুন অনুমতি পেতে যাচ্ছে।

প্রতি বছর ঘরবাড়ি নির্মাণসহ অকৃষিখাতে এক শতাংশ হারে আবাদি জমি কমছে। সরকারের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে কুষ্টিয়ায়,রংপুর, লালমনিরহাট,বান্দরবানসহ তামাক চাষের শীর্ষ ১০টিই জেলাই রয়েছে, শীর্ষ দরিদ্রতম জেলার তালিকায়।

 

এআরএস
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান-মেডিকেল-কৃষি যন্ত্রপাতিসহ প্রায় শত পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে।
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত