সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

পাচার অর্থ ফেরাতে লাগবে তিন থেকে পাঁচ বছর: গভর্নর

আপডেট : ২৭ মে ২০২৫, ০৩:১৪ পিএম

পাচার হওয়া আনুমানিক ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার ফেরত আনাটা কঠিন, বাংলাদেশ ব্যাংকও এই মুহূর্তে প্রস্তুত নয়, ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে পেতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, ইসলামী ব্যাংকগুলো মার্জার হবে, সেখানে টাকা ঢালতে হবে। তবে কবে মার্জ হবে তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থ-বছরে ১৭ হাজার ৩শ’ ৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে। যা আগের অর্থ-বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।

বিএফআইইউ ২০২৩-২৪ অর্থ-বছরে ১১৪টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠায়। এছাড়া, বিএফআইইউ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে ১,২২০টি তথ্য বিনিময় করেছে যা পূর্ববর্তী অর্থ-বছরের তুলনায় ১৩.৯১% বেশি।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তার ধারণা ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু সেই টাকা ফেরত আনা কঠিন। তবে, বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্পদ জব্দ শুরু হয়েছে। আর টাকা ফেরত আনতে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে। 

ব্যাংক মার্জার নিয়েও কথা বলেন গভর্নর। বলেন, ইসলামী ব্যাংকগুলো মার্জ করার কথা আগে ভাবা হচ্ছে। সেখানে টাকা ঢালতে হবে। টাকাটা সরকারই দিবে।

কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত ফ্রিজ করা হয়নি এবং হবেও না, কারণ বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, যোগ করেন আহসান এইচ মনসুর।

একাত্তর/আরএ
বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে এতো বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে, এখন...
কম অর্থ বরাদ্দই ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রধান অন্তরায় বলে মনে করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মুসফিকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার (২৪ জুন) দেশের রিজার্ভ ২২.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত