অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।
মঙ্গলবার (৩ জুন) ২০২৫-২৬ সালের বাজেট পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, এই বাজেটে হয়তো সবাই খুশি হননি, তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জন বান্ধব করার।
সাংবাদিক সম্মেলনের শুরুতে অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের ফেলা যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা। কিছু চ্যালেঞ্জ ছিলো যার বেশির ভাগই অতিক্রম করতে পেরেছেন।
বাজেট সম্পর্কে তিনি বলেন, এরপরও তার চেষ্টা ছিলো মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে জনবান্ধব করার, আর সব দাবি না মানলেও কর কাঠামোয় কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করার।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটি বাতিলও করতে পারে সরকার।
সংবাদিক সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী বলেন,আগের যে কোনো সময়ের তুলনা প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়ন যোগ্য।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তার নেওয়া পদক্ষেপে বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই-আগস্টেই খাদ্যের মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে।