সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

কালো টাকা সাদার সুযোগ বাতিল হতেও পারে: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।

মঙ্গলবার (৩ জুন) ২০২৫-২৬ সালের বাজেট পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এই বাজেটে হয়তো সবাই খুশি হননি, তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জন বান্ধব করার।

সাংবাদিক সম্মেলনের শুরুতে অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের ফেলা যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা। কিছু চ্যালেঞ্জ ছিলো যার বেশির ভাগই অতিক্রম করতে পেরেছেন।

বাজেট সম্পর্কে তিনি বলেন, এরপরও তার চেষ্টা ছিলো মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে জনবান্ধব করার, আর সব দাবি না মানলেও কর কাঠামোয় কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করার।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটি বাতিলও করতে পারে সরকার।

সংবাদিক সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী বলেন,আগের যে কোনো সময়ের তুলনা প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়ন যোগ্য।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তার নেওয়া পদক্ষেপে বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই-আগস্টেই খাদ্যের মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে।

একাত্তর/এসি
ব্যাংক কিংবা এনবিআর; সব ক্ষেত্রেই, হিসাব এবং নিরীক্ষার সাথে জড়িতদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সঙ্কট দ্রুত মেটাতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পাস হলো ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিষয় বাতিল বলা হলেও অতিরিক্ত দশ শতাংশ কর প্রদান করলে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড....
কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ...
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত