ঈদ সামনে রেখে চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৭ হাজার ৪২৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, জুন মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৪২৯ কোটি টাকারও বেশি। এই রেমিট্যান্স প্রবাহ ঈদ কেন্দ্রিক বাজারে প্রাণসঞ্চার করেছে এবং সামগ্রিক অর্থনীতিতে ফেলছে ইতিবাচক প্রভাব।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে গরু, ছাগলসহ কোরবানির পশু কেনা, নতুন জামাকাপড় ও উপহারের জন্য দেশে অর্থ পাঠানোর প্রবণতা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছরের মতো এবারও ঈদের মৌসুমে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী।
অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসী আয়ের এই প্রবাহ শুধু প্রবাসীদের পরিবারগুলোর আয়ের উৎসই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও রাখছে বড় ভূমিকা। ঈদের সময় এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনে, নগদ টাকার সরবরাহ বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যকে চাঙা করে।
গত মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ৩৬ হাজার ৫৩১ কোটি টাকারও বেশি। এর আগে, চলতি বছর ঈদুল ফিতরের সময় মার্চ মাসে এসেছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স।