সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

ঈদের আগে তিন দিনে এলো ৬০ কোটি ডলারের রেমিট্যান্স

আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:১৬ এএম

ঈদ সামনে রেখে চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৭ হাজার ৪২৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, জুন মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৪২৯ কোটি টাকারও বেশি। এই রেমিট্যান্স প্রবাহ ঈদ কেন্দ্রিক বাজারে প্রাণসঞ্চার করেছে এবং সামগ্রিক অর্থনীতিতে ফেলছে ইতিবাচক প্রভাব।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে গরু, ছাগলসহ কোরবানির পশু কেনা, নতুন জামাকাপড় ও উপহারের জন্য দেশে অর্থ পাঠানোর প্রবণতা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছরের মতো এবারও ঈদের মৌসুমে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী।

অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসী আয়ের এই প্রবাহ শুধু প্রবাসীদের পরিবারগুলোর আয়ের উৎসই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও রাখছে বড় ভূমিকা। ঈদের সময় এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনে, নগদ টাকার সরবরাহ বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যকে চাঙা করে।

গত মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ৩৬ হাজার ৫৩১ কোটি টাকারও বেশি। এর আগে, চলতি বছর ঈদুল ফিতরের সময় মার্চ মাসে এসেছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার রেমিট্যান্স।

একাত্তর/আরএ
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় এক হাজার ১৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি স্বর্ণে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
রেমিট্যান্সে (প্রবাসী আয়) মে মাসে নতুন রেকর্ড হয়েছে। গত মাসে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন...
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত