সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

কাঁচা চামড়া কেনার জন্য বাংলাদেশ ব্যাংকের ফান্ড গঠন

আপডেট : ০৫ জুন ২০২৫, ১২:৪৮ পিএম

কাঁচা চামড়া কেনার জন্য ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদামতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, কোরবানি ঈদে চামড়া কিনতে যেখানে ২ হাজার কোটি টাকা লাগে, সেখানে ২৩২ কোটি টাকা, খুবই সামান্য। যদিও ট্যানারি মালিকদের বিরুদ্ধে অভিযোগ, ঋণ নিয়ে তা শোধ দেন না তারা।

সারা বছর দেশে যে কাঁচা চামড়া সংগ্রহ হয়, তার অর্ধেকের বেশি হয় কোরবানি ঈদে। ফলে, এই সময়ে চামড়া কিনতে একটু বাড়তি অর্থ লাগে ট্যানারি মালিকদের।

বাংলাদেশ ব্যাংক বলছে, ট্যানারি মালিকদের জন্য কাঁচা চামড়া কিনতে এবার ২৩২ কোটি টাকার ঋণ ফান্ড গঠন করা হয়েছে।

ট্যানারি মালিকদের ঋণ দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় জিএম শফিকুল ইসলাম জানালেন, কাঁচা চামড়া কিনতে দেয়া ঋণের বিষয়ে কিছুই জানেন না তিনি। 

এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কোরবানি ঈদের কাঁচা চামড়া কিনতে তাদের দুই হাজার কোটি টাকার মতো লাগে, সেখানে ২৩২ কোটি টাকা নগণ্য।

সালামা ট্যানারি লিমিটেডের এমডি সাখাওয়াত উল্লাহ মনে করেন সরকারের হস্তক্ষেপ ছাড়া ট্যানারি শিল্পে সুদিন ফিরবে না। তিনি বলেন, দুঃখের বিষয় গেলো ১০ বছর ধরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারেই ঘুরপাক খাচ্ছে।

এদিকে ৯ বছরেরও সাভারের চামড়া শিল্প নগরীতে শতভাগ প্রস্তুত হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার -সিইটিপি। যদিও ট্যানারি মালিকদের নিজেদেরকেই ‘ইটিপি’ প্রস্তুত করে নিতে বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

একাত্তর/আরএ
বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে এতো বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে, এখন...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার (২৪ জুন) দেশের রিজার্ভ ২২.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
আর্থিকভাবে সংকটে থাকা শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর। 
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত