সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চায় এনবিআর

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:৫২ এএম

কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেয়া হবে। 

বিভিন্ন মহলের কঠোর আপত্তি সত্ত্বেও বারবার কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অবৈধ সম্পদের মালিকরা। কখনো বিশেষভাবে আবার কখনও কর কিছুটা বাড়িয়ে দেয়া হচ্ছে এ সুযোগ। সেই সঙ্গে দেয়া হয় সাধারণ ক্ষমাও।

দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার এমন বিতর্কিত ব্যবস্থা থেকে বের হতে পারেনি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও। ভবন ও ফ্ল্যাটের অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ রেখে তার প্রথম বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। তবে সাধারণ ক্ষমা কিছুটা শিথিল ও কর হার বাড়ানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। 

সমালোচনার মুখে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিতও দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ড. সালেহ উদ্দিন। 

এনবিআরের করনীতি বিভাগের কর্মকর্তারা জানান, তারাও কালো টাকা সাদা করা সুযোগ বাতিলের পক্ষে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেলেনি। ফলে ফাইলও তৈরি হয়নি। আর কালো টাকা সাদা করে নিয়ে টিআইবি প্রধান বলেন এমন কথা। 

দুর্নীতির বিরুদ্ধে কাজ করা নাগরিক সমাজ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে। সুরক্ষা দেয়া হচ্ছে অপরাধকে। 

টিআইবি'র (টিআইবি) প্রধান নির্বাহী পরিচালক হলেন ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করবো এর থেকে সরকার সরের আসবে। 

তবে এনবিআর কর্মকর্তাদের ধারনা, এবার যে হারে কর বাড়ানো হয়েছে, বিধান বাতিল না হলেও, কেউ এর সুযোগ নেবেন না। 

 

আরবিএস
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তবে সংস্থাটির কর্মকর্তাদের দাবি, সংস্কার আন্দোলনের জেরে তারা চাকরি হারিয়েছেন।
সরকারের আশ্বাসে এবং দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সঙ্কট দ্রুত মেটাতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত