সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

প্রতি চার টাকা ঋণে খেলাপি এক টাকা!

আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৪৩ এএম

চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি, যা মোট বিতরণ করা ঋণের ২৪ শতাংশ। মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি আর প্রথমবার তা ছাড়ালো ৪ লাখ কোটি টাকার ঘর।

আবার এক বছরের ব্যবধানে বেড়েছে খেলাপি ঋণ বেড়েছে ১৩০ দশমিক ৫৭ শতাংশ, যা অবধারিতই ছিলো; বলছে, বাংলাদেশ ব্যাংক। তবে, খেলাপি ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পেছনে, অন্তত পাঁচটি কারণ তুলে ধরলেন বিশেষজ্ঞরা।

পট পরিবর্তনের সময় থেকে, এস আলম গ্রুপের মালিকদের মতো মাফিয়ারা বিদেশে পালিয়ে যাওয়া আর মাফিয়া ডন সালমানদের জেলে যাওয়ার পর প্রতি প্রান্তিকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ! সবশেষ জানুয়ারি থেকে মার্চ; তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে তা সাড়ে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা বা ২২ শতাংশ বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার চার লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়ায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় এক চতুর্থাংশ অর্থাৎ ২৪ দশমিক ১৩ শতাংশ এখন খেলাপি ঋণ। ২০২৪ সালের মার্চ প্রান্তিকের চেয়ে, এবছরের মার্চে খেলাপি ঋণ বেড়েছে, ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা বা ১৩০ দশমিক ৫৭ শতাংশ!

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের স্থিতি ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল মোট ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। গত বছর মার্চে খেলাপি যা ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা।

এর আগে আইএমএফ’র চাপের কথা চেপে গেলেও, নীতি পরিবর্তনের কারণে যে খেলাপি ঋণের পরিমাণ বাড়বে সেই আভাস আগেই দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ডিসেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করে গত ২৬ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, কোনো ঋণের কিস্তির মেয়াদের শেষ তারিখের ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করলেই শুধু খেলাপির খাতায় নাম উঠবে না। আগে এই সুযোগ ছিলো ১৮০ দিন।

একাত্তর/আরএ
তিন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
বর্তমানে দেশে মোট খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ।
উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে ঋণের নীতি সুদহার আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 
আগামী জুন বাংলাদেশকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এই পরিমাণ দুই থেকে তিন বিলিয়ন ডলার হতে পারে। 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত