আওয়ামী সরকার পতনের ১০ মাসেও সিন্ডিকেটের খপ্পর থেকে মুক্ত হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। মাত্র চারদিনে কেজিতে সোনালি মুরগির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। আর নতুন চাল বাজারে আসার পরও চালের দাম কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা। তবে সহনশীল অবস্থা বিরাজ করছে সবজির বাজারে। কমেছে ডিমসহ বেশিরভাগের সবজির দাম।
গত মাসে এই একই সময়ে আলু কেজিতে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে, বর্তমানে যার মূল্য ২০ থেকে ২৫ টাকা। যে পেঁয়াজের দাম ১০০ ছিলো, তা এখন ৫০ থেকে ৬০ টাকা।
১০ মাসে সরকার পরিবর্তনে বেশিরভাগ সবজির দাম কমেছে, সর্বনিম্ন ২০ টাকা কেজিতেও মিলছে পটল, পেঁপের মতো পণ্য। ডিম বিক্রি হচ্ছে হালি ৪০ টাকায়, যা ছিলো ৫০ টাকার ওপরে।
তবে সিন্ডিকেটের ভূত চেপেছে মুরগি বাজারে। মাত্র চারদিনে কেজি প্রতি সোনালি মুরগির দাম ২৪০ থেকে এক লাফে ৩৩০ গিয়ে ঠেকেছে। চালের বাজারেও একই অবস্থা, সপ্তাহে কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা।
আমদানি নির্ভর মশলাসহ বেশিরভাগের দামই বাড়তি। গত ১০ মাসে শুধু তেলের দামই লিটারে বেড়েছে ১০ থেকে ১২ টাকা।