জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ ও প্রতিহিংসামূলক বদলির আদেশ বাতিল না করা হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে আন্তর্জাতিক সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধের (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দিয়েছে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’।
মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চলা কলম বিরতির পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনকারীরা।
আগামীকাল বুধবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কলম বিরতি।
এনবিআর অফিসের সামনে সংবাদ সম্মেলনের সময় ছয় রাজস্ব কর্মকর্তার বদলির আদেশ ছিড়ে ফেলে প্রতীকী ঘৃণার প্রকাশ করেন রাজস্ব কর্মকর্তারা।
তারা বলেন, আন্দোলন বন্ধে নানা ধরনের নিপীড়নের খড়গ নেমে এসেছে, হুমকি ধামকি দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান। একটি সিন্ডিকেট গড়ে তুলে চেয়ারম্যান আন্দোলন দমানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।
তাদের দাবি, এখনও কারো পক্ষ থেকে কোনো সন্ধির প্রস্তাব তারা পায়নি।
এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ইতিমধ্যে জারি করা বদলির আদেশ বাতিল, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ জারি না করা এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার কমিটি বাতিল করা, এই চার দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তারা।