গত মে মাসে দুই বার (২২ ও ১৮ মে) এবং চলতি জুন মাসে দুই বার (৬ ও ১৪ জুন) দাম বৃদ্ধির পর স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৬৬৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা।
মঙ্গলবার ( ২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আর নতুন এই দাম কার্যকর হবে বুধবার (২৫ জুন) থেকে।
এর আগে আজ (মঙ্গলবার) প্রতি ভরি স্বর্ণ (২২ ক্যারেট) এক লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা টাকা বেচাকেনা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৭ হাজার দুই টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।