সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

২২ মাসের মধ্যে রিজার্ভ সর্বোচ্চ

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:০৮ পিএম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার (২৪ জুন) দেশের রিজার্ভ ২২.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২৩ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার। এরপর ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গত ৩০ এপ্রিল রিজার্ভ ২২.০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। কিন্তু গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৮৮ কোটি ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২০.১৮ বিলিয়ন ডলারে নেমে আসে।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২২ সালের আগস্টে।

এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনীতিতে কিছু স্বস্তি এনেছে, তবে এই অবস্থা ধরে রাখতে রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ স্থায়ীভাবে অব্যাহত রাখা, বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

একাত্তর/আরএ
বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে এতো বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে, এখন...
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলারে, যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারের সমপরিমাণ।
তিন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত