দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার (২৪ জুন) দেশের রিজার্ভ ২২.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২৩ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার। এরপর ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গত ৩০ এপ্রিল রিজার্ভ ২২.০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। কিন্তু গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৮৮ কোটি ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২০.১৮ বিলিয়ন ডলারে নেমে আসে।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২২ সালের আগস্টে।
এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনীতিতে কিছু স্বস্তি এনেছে, তবে এই অবস্থা ধরে রাখতে রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ স্থায়ীভাবে অব্যাহত রাখা, বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।