চাল, চিনি ও ভোজ্য তেলের দাম সহসাই কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বলেন, ৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। সরবরাহ শুরু হলে চালের দাম কমতে থাকবে।
বুধবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, চালের দামের লাগাম টানতে ৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। সরবরাহ শুরু হলে দাম কমবে ।
সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল ও চিনির দাম বাড়ায় দেশের বাজারে প্রভাব পড়েছে। তবে এসব পণ্যের আমদানি শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরের সাথে আলোচনায় বসবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যারা পন্যের অতিরিক্ত দাম বাড়াবেন তা নজরদারীর জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। এছাড়াও, জেলা পর্যায়ে মনিটরিং জোরদার করতে আলোচনা হয়েছে।
বানিজ্য সচিব বলেন, সরকারি চিনি কলের উৎপাদন চাহিদার চেয়ে কম। তাই আমদানি করতে হয়। দাম কমাতে গেলে ডিউটি কমাতে হবে। এটা নিয়ে রাজস্ব বোর্ডের সাথে আলোচনা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে পন্যের দাম বাড়লেও সাথে সাথে দেশের বাজারে পন্যের দাম না বাড়ানোর আহ্বান জানান তিনি।
এদিকে, ভোজ্য তেল ও চিনির আন্তর্জাতিক বাজার মূল্য বাড়ায় দেশীয় বাজারে এর প্রভাব পড়েছে। কারওয়ান বাজারে দ্রব্য মূল্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
একাত্তর/ এনএ