সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

বিজিএপিএমইএ’র নির্বাচনী প্যানেল ঘোষণা করা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম

গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরকে স্মার্ট ও গতিশীল করতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

সমমনা সদস্য এবং সাবেক সভাপতিদের নিয়ে ইলেকশন ফর ইউনিটি নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।

ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্ট বিজিএপিএমইএর সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও নৈশবজের আয়োজন করা হয় সেখানে সাবেক সভাপতি আবদুল কাদের খান প্যানেল ঘোষণা করেন।

আব্দুল কাদের খান বলেন, আমি যখন এই সংগঠনের সভাপতি ছিলাম তখন সংগঠনকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেছি এবং সংগঠনকে একটা নতুন মাত্রা দিয়েছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে নতুন মাত্রা যোগ করতে শাহারিয়ার সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আমি মনে করি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইকবাল হোসেন, সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।

অ্যাডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহরিয়ার আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্যানেলের নেতৃত্ব দেবেন।

শাহরিয়ার বিজিএপিএমইএ এর সাবেক পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ব্যাকওয়ার্ড লিংকেজের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, বর্তমান সময়ে গার্মেন্টস এবং গার্মেন্টস এক্সেসরি সেক্টর বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একজন সঠিক নেতৃত্বে থাকা দরকার যার যোগ্যতা এবং ক্যাপাসিটি আছে এই সমস্যা মোকাবেলা করার। নতুন নেতৃত্ব তার যোগ্যতার মাধ্যমে সরকার এবং অন্যান্য এস্টেটের সাথে কাজ করে ব্যবসায়ীদের পক্ষে সকল দাবি দেওয়া অর্জন করতে সক্ষম হবে।

অনুষ্ঠেয় নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) মো. রাজ্জাকুল ইসলাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) আশরাফুর রহমান এবং তানিয়া ইসলাম উপসচিব (রপ্তানি শাখা) ।

কেএসএইচ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।
গেলো দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫০ দশমিক ৭৯ শতাংশ। 
বর্তমান পরিস্থিতিতে সামনের মৌসুমের ক্রয়াদেশ না পাওয়ার আশঙ্কা করছেন গার্মেন্টস মালিকরা। তারা বলছেন, সহিংসতা এবং কারখানা ঘন ঘন বন্ধ হওয়ায় অনেক ক্রেতা এরই মধ্যে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতা চাহিদার তুলনায় চার লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত