গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরকে স্মার্ট ও গতিশীল করতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।
সমমনা সদস্য এবং সাবেক সভাপতিদের নিয়ে ইলেকশন ফর ইউনিটি নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।
ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্ট বিজিএপিএমইএর সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও নৈশবজের আয়োজন করা হয় সেখানে সাবেক সভাপতি আবদুল কাদের খান প্যানেল ঘোষণা করেন।
আব্দুল কাদের খান বলেন, আমি যখন এই সংগঠনের সভাপতি ছিলাম তখন সংগঠনকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেছি এবং সংগঠনকে একটা নতুন মাত্রা দিয়েছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে নতুন মাত্রা যোগ করতে শাহারিয়ার সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আমি মনে করি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইকবাল হোসেন, সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।
অ্যাডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহরিয়ার আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্যানেলের নেতৃত্ব দেবেন।
শাহরিয়ার বিজিএপিএমইএ এর সাবেক পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ব্যাকওয়ার্ড লিংকেজের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, বর্তমান সময়ে গার্মেন্টস এবং গার্মেন্টস এক্সেসরি সেক্টর বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একজন সঠিক নেতৃত্বে থাকা দরকার যার যোগ্যতা এবং ক্যাপাসিটি আছে এই সমস্যা মোকাবেলা করার। নতুন নেতৃত্ব তার যোগ্যতার মাধ্যমে সরকার এবং অন্যান্য এস্টেটের সাথে কাজ করে ব্যবসায়ীদের পক্ষে সকল দাবি দেওয়া অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠেয় নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) মো. রাজ্জাকুল ইসলাম। বোর্ডের অন্য সদস্যরা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) আশরাফুর রহমান এবং তানিয়া ইসলাম উপসচিব (রপ্তানি শাখা) ।