উত্তরের মেয়র আতিকুল আসলাম জানিয়েছেন, ডেঙ্গু রোধে প্রতি শনিবার ১০ টায় বাসা পরিষ্কার করবার ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন তারা। মেয়র বলেন, ‘ডেঙ্গু কমিউনিটি ডিজিজ, তাই কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ফলাফলও পাওয়া যায়। আজকে তৃতীয় সপ্তাহের মত শুক্র ও শনিবার এই বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সুস্থ সুন্দর পরিবেশ প্রয়োজন। সে লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে’
শনিবার উত্তরায় চার নম্বরে সেক্টরে এডিস ও ডেঙ্গু প্রতিরোধমূলক অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন মেয়র আতিক।
তিনি বলেন, গতবার যেসব নির্মাণাধীন ভবনে জরিমানা করা হয়েছে, সেখানে আজ লার্ভা পাওয়া যায় নি। অর্থাৎ মানুষ সচেতন হচ্ছে।
এছাড়াও, আগামি শনিবার থেকে কিউলেক্স মশার বিরুদ্ধে চিরুণী অভিযান শুরু হবে।
বলেন, ডোবা খাল, জঙ্গল সব জায়গা পরিষ্কার করে মশার ওষুধ ছিটানো হবে। ব্যক্তি মালিকানাধীন জমিতে মশা পাওয়া গেলে জরিমানা করা হবে। ডোবা, কচুরিপানা পরিষ্কার করতে হবে। রাজউকসহ সরকারি বেসরকারি মালিকানাধীন বিভিন্ন পতিত জায়গা যেখানে ডোবা বা ময়লার কারণে কিউলেক্স মশা হচ্ছে, তাদেরকে তা পরিষ্কার করার জন্য নোটিশ দেয়া হচ্ছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃষ্টি কমলে ডেঙ্গুর প্রকোপ কমবে। যেটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে কমে যাবে। তবে আমরা বসে নেই, ডেঙ্গুর বিরুদ্ধে অভিযানের সাথে সাথে কিউলেক্সের বিরুদ্ধে অভিযান শুরু হবে।