সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা আজ ঢাকায় আসার কথা রয়েছে। এয়ারফোর্সের বঙ্গবন্ধু বেজ, এ টিকা পরিবহণকারী বিশেষ বিমান বিকেলে পৌছবে।
আজ রবিবার ( ১৩ জুন), ঢাকার চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ১৩ জুন টিকা আসার খবর জানিয়েছিলেন।
গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়।
গত শনিবার রাতে, বিমান বাহিনীর দুটি বিমান ঢাকা ত্যাগ করেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
একাত্তর/ এনএ