সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

সীমান্তে বিএসএফের ক্ষমতা বাড়াল ভারত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:০৪ পিএম

পশ্চিমবঙ্গসহ ভারতের তিন রাজ্যের সীমান্তে বিএসএফ-এর ক্ষমতা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বিএসএফ সদস্যরা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসাম সীমান্ত থেকে ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও বাজেয়াপ্ত করতে পারবেন।

সোমবার (১১ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

বিএসএফ সদস্যদের আগেও এই ক্ষমতা ছিল। তবে প্রতিটি রাজ্যে এই ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট সীমানা ছিল। এই সীমা ১৫ কিলোমিটারের মধ্যে সীমিত ছিল। 

বিএসএফের এই অধিকার ক্ষেত্রে বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের নেতারা। অনেকেই এই সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই এর প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইরাক-সিরিয়ার সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে, দাবি পুতিনের

এদিকে, গুজরাতে বিএসএফের ক্ষমতা ছিল ৮০ কিমি পর্যন্ত ভিতরে ঢুকে গ্রেপ্তার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করার। সেটা কমিয়ে আনা হয়েছে ৫০ কিমিতে। আর রাজস্থানেও একই গণ্ডি রয়েছে ৫০ কিমি।

তবে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কোন গণ্ডি নেই। এখানে বিএসএফের অবাধ যাতায়াত রয়েছে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিক দেশদুটি ছেড়ে চলে গেছে।
ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পরমাণু বোমা তৈরি কোন ইচ্ছাই তাদের নেই।
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত