পশ্চিমবঙ্গসহ ভারতের তিন রাজ্যের সীমান্তে বিএসএফ-এর ক্ষমতা বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বিএসএফ সদস্যরা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসাম সীমান্ত থেকে ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও বাজেয়াপ্ত করতে পারবেন।
সোমবার (১১ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
বিএসএফ সদস্যদের আগেও এই ক্ষমতা ছিল। তবে প্রতিটি রাজ্যে এই ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট সীমানা ছিল। এই সীমা ১৫ কিলোমিটারের মধ্যে সীমিত ছিল।
বিএসএফের এই অধিকার ক্ষেত্রে বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের নেতারা। অনেকেই এই সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই এর প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইরাক-সিরিয়ার সন্ত্রাসীরা আফগানিস্তানে ঢুকছে, দাবি পুতিনের
এদিকে, গুজরাতে বিএসএফের ক্ষমতা ছিল ৮০ কিমি পর্যন্ত ভিতরে ঢুকে গ্রেপ্তার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করার। সেটা কমিয়ে আনা হয়েছে ৫০ কিমিতে। আর রাজস্থানেও একই গণ্ডি রয়েছে ৫০ কিমি।
তবে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কোন গণ্ডি নেই। এখানে বিএসএফের অবাধ যাতায়াত রয়েছে।
একাত্তর/এসজে