আগামী ডিসেম্বরের মধ্যেই বাজারে আসছে করোনা প্রতিরোধক অ্যান্টিভাইরাল
ক্যাপসুল মলনুপিরাভির। এই ওষুধ নিয়ে আসছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক।
দরিদ্র দেশগুলোকে এই ক্যাপসুল দেয়ার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। বলা হচ্ছে, আফ্রিকার জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশকে টিকার আওতায় নেয়া হয়েছে।
যা উন্নত দেশগুলোতে ৭০ শতাংশের ওপরে। তবে, এটাও ঠিক নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রচুর পরিমাণ ওষুধ এখনই পৌঁছানো সম্ভব নয়।
এক বড় ক্লিনিকাল ট্রায়ালে হাসপাতালে ভর্তি করোনা রোগীর মৃত্যু হার ৫০ শতাংশ কমিয়ে আনার পরে ১১ অক্টোবর ‘মলনুপিরাভির’ জরুরি ছাড়পত্রের জন্য আবেদন করে মার্ক।
ওষুধটি ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পেতে পারে। মার্কে জানিয়েছে, এ বছর ১০ মিলিয়ন কোর্স ক্যাপসুল তৈরির পরিকল্পনা আছে। পরের বছর আরও ২০ মিলিয়ন তৈরি করা হবে।
আরও পড়ুন: মুশফিকের প্রিয় স্কুপ শট নিয়ে অপ্রিয় আলোচনা
অনুমোদন পাওয়ার আগেই এই ক্যাপসুল সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশ তৎপর হতে শুরু করেছে। এরই মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তত আটটি দেশ ক্যাপসুলটি কেনার চুক্তি করে ফেলেছে বা কেনার আলোচনা করছে।
একাত্তর/আরবিএস