সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

মিয়ানমারে পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৪:৪৪ পিএম

মিয়ানমারে পাঁচ হাজার ছয়শ' ৩৬ জন আন্দোলনকারীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। 

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে দেশের ক্ষমতায় বসে সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে গণতন্ত্রের দাবিতে রাজপথে নামেন সাধারণ মানুষ। আর সেই বিক্ষোভ-প্রতিবাদ দমন করতে অভিযান চালায় জান্তা সরকার। সে সময় কয়েক হাজার আন্দোলনকারীকে আটক করা হয়।

স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। 

এদিকে চলতি মাসের শেষের দিকে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে জান্তাপ্রধানকে বাদ দিয়ে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। 

এ বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন হলেও আসিয়ানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এটি ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত।

আরও পড়ুন: পীরগঞ্জে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) ওই সিদ্ধান্তের পরই জান্তা সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। 

মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে কমপক্ষে আট হাজারের বেশি বিক্ষোভকারীকে।

এর আগে চলতি বছর জুলাই মাসে মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় সাংবাদিক, সমালোচকসহ দুই হাজারের মতো বিক্ষোভকারীকে।

এ দফা কাদের মুক্তি দেওয়া হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি দেশটির জান্তা সরকার।


একাত্তর/আরবিএস   

যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
জার্মানিতে সীমান্ত নিয়ন্ত্রণ আরো ছয় মাস বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তিনি মাস্কের সন্তানদের নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বই উপহার দিয়েছেন।
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত