মিয়ানমারে পাঁচ হাজার ছয়শ' ৩৬ জন আন্দোলনকারীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে দেশের ক্ষমতায় বসে সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে গণতন্ত্রের দাবিতে রাজপথে নামেন সাধারণ মানুষ। আর সেই বিক্ষোভ-প্রতিবাদ দমন করতে অভিযান চালায় জান্তা সরকার। সে সময় কয়েক হাজার আন্দোলনকারীকে আটক করা হয়।
স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
এদিকে চলতি মাসের শেষের দিকে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে জান্তাপ্রধানকে বাদ দিয়ে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়।
এ বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন হলেও আসিয়ানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এটি ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত।
আরও পড়ুন: পীরগঞ্জে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এসিয়ান ন্যাশন্সের (আসিয়ান) ওই সিদ্ধান্তের পরই জান্তা সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।
মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে কমপক্ষে আট হাজারের বেশি বিক্ষোভকারীকে।
এর আগে চলতি বছর জুলাই মাসে মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় সাংবাদিক, সমালোচকসহ দুই হাজারের মতো বিক্ষোভকারীকে।
এ দফা কাদের মুক্তি দেওয়া হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি দেশটির জান্তা সরকার।
একাত্তর/আরবিএস