ইসরায়েলের উত্তরাঞ্চলের অগভীর একটি সমুদ্র উপকূলে ৩ ফুট দৈর্ঘ্যের একটি তলোয়ার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি অন্তত ৯০০ বছরের পুরনো। এটি কোনো ক্রুসেডার নাইট যোদ্ধার হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
স্লোমি কাটজিন নামের একজন অপেশাদার ডুবুরি এই তলোয়ারটি আবিষ্কার করেন। তিনি হাইফা এলাকার অগভীর সমুদ্র অঞ্চল থেকে এটি আবিষ্কার করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, তলোয়ারটির ওপরে সামুদ্রিক জীব বাসা বেঁধেছে। ওপর থেকে বালু সরে যাওয়ায় এটি ওই ডুবুরির চোখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ (আইএএ) জানিয়েছে, তলোয়ারটি পরিষ্কারের পর সেটি পরীক্ষা করে দেখা শেষে প্রদর্শনীর জন্য রাখা হবে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ইলন মাস্ক!
খবরে বলা হয়েছে, ১০৯৫ সালে শুরু হওয়া ক্রুসেড বা ধর্মযুদ্ধ চলেছে প্রায় এক শতাব্দী। তখন জেরুজালেম ও মুসলমানদের অন্য পবিত্র ভূমি দখলে নিতে ইউরোপীয় খ্রিষ্টানরা মধ্যপ্রাচ্য চষে বেড়িয়েছে।
আইএএর সামুদ্রিক প্রত্নতত্ত্ব ইউনিটের প্রধান কোবি শারভিত বলেন, তলোয়ারটি পাওয়া গেছে কারমেল উপকূলে। এটি পাথর খচিত ও লোহার তৈরি হওয়ায় অনেক ভারী আর আকৃতিতেও বড়। এ থেকেই বোঝা যায়, এ তলোয়ার যিনি ব্যবহার করেছেন, তিনি অনেকটাই শক্তিশালী ছিলেন।
একাত্তর/আরএ