মেক্সিকো সীমান্ত থেকে গেলো ১২ মাসে রেকর্ড ১৭ লাখ অভিবাসন প্রত্যাশীকে
আটক করেছে যুক্তরাষ্ট্র। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬০টি দেশের নাগরিক ছিলো। মার্কিন
কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
১০ লাখ অভিবাসন প্রত্যাশীকে মেক্সিকোসহ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির কারাগারে এখনো ১১ হাজার শিশু আটক রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের এমন অভিবাসন নীতির কারণে তার জনপ্রিয়তা কিছুটা কমেছে।
চলতি মাসের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেসের চালানো এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মার্কিন তার এ নীতিকে সমর্থন করেছেন।
বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো মানবিক অভিবাসন নীতি বাস্তবায়ন করবেন। কিন্তু ডেমোক্র্যাটদের নয় মাসের শাসনামলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভয়াবহ অভিবাসন সংকট দেখতে হয়েছে ওয়াশিংটনকে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকবাজিতে নিহত এক, গুলিবিদ্ধ সাত
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বলছে, মহামারিকালে বিপুলসংখ্যক অভিবাসী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা মূলত মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদরের নাগরিক।
একই সময়ে মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এক লাখ ৪৫ হাজারেরও বেশি অভিভাবকহীন শিশু সামাল দিতে হয়েছে তাদেরকে। সংখ্যার দিক দিয়ে এটিও একটি রেকর্ড। সেই শিশুদের মধ্যে প্রায় ১১ হাজার সরকারি হেফাজতে রয়েছে।
একাত্তর/আরবিএস