সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করছেন এরদোয়ান

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৩:২৬ পিএম

যুক্তরাষ্ট্রসহ আরও নয়টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে তুরস্ক থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তুরস্ক যে ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা বলছে, তার সাতটিই তুরস্কের নেটো জোটের মিত্র।

রোববার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কে বিচারাধীন ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তি দাবি করে পশ্চিমা বিশ্বের দেশগুলো, তারই প্রতিক্রিয়ায়  শনিবার এ নির্দেশ দিয়েছেন এরদোয়ান।

২০১৩ সালে তুরস্কে চলা বিক্ষোভে অর্থায়ন এবং ২০১৬ সালের ব্যর্থ অভুত্থানচেষ্টায় জড়িত ছিলেন ব্যবসায়ী ওসমান কাভালা, এমনতাই দাবি তুরস্ক সরকারের। এই অভিযোগে গত চার বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। কাভালা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে তুরস্কে নিযুক্ত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে কাভালার মামলায় দ্রুত ও ন্যায়সঙ্গত রায় এবং আটক এ ব্যবসায়ীর মুক্তি দাবি করেন।

তুরস্ক এই যৌথ বিবৃতিটিকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে অ্যাখ্যা দেয়। বিবৃতির পরপরই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রসহ বাকি দেশগুলোর রাষ্ট্রদূতদের ডেকে পাঠায়।

উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর এসকেসেহিরে এক বক্তৃতায় এরদোয়ান বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি এবং কি করতে হবে তা বলে দিয়েছি। এই ১০ রাষ্ট্রদূতকে এখনই তুরস্কে অগ্রহণযোগ্য (পারসনা নন গ্রাটা) ঘোষণা করতে হবে। 

তিনি আরও বলেন, তাদের তুরস্ককে জানা ও বোঝা উচিত; যেদিন তারা তা পারবে না, সেদিন তাদের চলে যাওয়া উচিত।

আরও পড়ুন: এক বছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আটক ১৭ লাখ

তবে এরদোয়ানের এমন বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্ক থেকে ১০ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করা হচ্ছে এমন খবরের বিষয়ে তারা অবগত। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্টরা বলছেন, তুরস্ক যদি সত্যিই ১০ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করে, তাহলে এরদোয়ান আমলের ১৯ বছরের মধ্যে এটিই হবে পশ্চিমের সঙ্গে তুরস্কের সম্পর্কের সবচেয়ে ফাটল। একইসঙ্গে সাত নেটো জোট মিত্রদের বিষয়েও নতুন করে ভাবতে হবে তুরস্ককে।


একাত্তর/আরবিএস  

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। 
প্রায় এক মাস আগেই কাতারের কর্মকর্তারা জানিয়ে দেয় যে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আর কাজ করবে না।
ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানের ভেতরে বোমা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কে জরুরি অবতরণ করেছে। ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল।
গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ওই যুদ্ধজাহাজ বহিষ্কারের দাবি জানিয়েছে।  
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য,...
সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত