চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপন করায় কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
ক্রিকেট ম্যাচ চলাকালে জাতীয় অনুভূতিকে অসম্মান করায় মঙ্গলবার (২৬ অক্টোবর) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ অজ্ঞাত নামে এ মামলা দায়ের করে।
গত রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে ভরাডুবি হয় ভারতের। পাকিস্তানের এ বিজয় উদযাপনে অংশ নেয় শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজ এবং শের-ই কাশ্মীর মেডিক্যাল সাইন্স ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। স্লোগান দিয়ে ও আতশবাজি ফুটিয়ে তাদের এ উদযাপনের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে চালু হলো কেবলই নারী পরিচালিত পুলিশ স্টেশন
ছড়িয়ে পড়া ভিডিওর মধ্যে কিছু পুরনো ভিডিও আছে বলে জানিয়েছে পুলিশ। তবে, একটি ভিডিও রোববারের ঘটনারই বলে নিশ্চিত হয়েছে তারা।
হারের পর পাঞ্জাবে কাশ্মীরী শিক্ষার্থীদের মারধর এবং দলে থাকা মুসলিম ক্রিকেটারের বিরুদ্ধেও অনলাইনে বাজে মন্তব্য করে ভারতীয়রা।
একাত্তর/এসজে