সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

স্বীকৃতির দাবিতে হুশিয়ারী বার্তা পাঠালো তালেবান

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৬:৫২ পিএম

আফগানিস্তান সরকারকে স্বীকৃতি এবং বিদেশে আটক আফগানদের অর্থ ফেরত দেওয়া না হলে ভয়াবহ সংকট তৈরি হবে বলে হুশিয়ারী দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

শনিবার, আফগিন্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকট শুধু আফগানিস্তান নয়, পুরো বিশ্বকে ভুগতে হবে। 

তালেবান আগস্ট মাসে ক্ষমতায় আসলেও এখনো পর্যন্ত কোনো দেশ তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। দেশটিতে ভয়াবহ মানবিক এবং অর্থনৈতিক সংকট চলছে।

যুক্তরাষ্ট্রের সমর্থন না পেলে আটকে রয়েছে বিপুল অর্থের অনুদান। অগস্টের পর থেকেই এ সব অনুদান বন্ধ হয়ে যায়। একই পথ অনুসরণ করেছে ইউরোপের বিভিন্ন দেশও।

এ কারণে ব্যাপক আর্থিক সঙ্কটের মুখে আফগানিস্তান। মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। দুর্ভিক্ষের মুখেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গণমাধ্যমকে মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট বার্তা, তারা যদি স্বীকৃতি না দেয়, আফগান সংকট চলতে থাকবে। এটা আঞ্চলিক সমস্যা, তবে বৈশ্বিক সংকটেও রূপ নিতে পারে।

এই মুহূর্তে যে কোনও সমঝোতার পথে হাঁটতে রাজি বলে ইঙ্গিত দিয়েছে তালেবান। তাদের দাবি, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার পথেও হাঁটতে পারে।

গত ১৫ অগস্ট কাবুল দখল করে আফগানিস্তানের মসনদে বসে তালেবান। পূর্ব অভিজ্ঞতা ভিত্তিতে বহু মানুষ ভীত হয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

ক্ষমতায় আসার পর শরিয়া আইনে দেশ পরিচালনার ঘোষণা দেয় তালেবান। বিশেষ করে নারীদের উপর ফিরিয়ে আনা হয় ব্যাপক নিষেধাজ্ঞা।

এ কারণে বিশ্বের বেশিরভাগ দেশের সমর্থন আদায় করতে পারেনি তালেবান। যদিও প্রথম দিন থেকেই তালেবান দাবি করেছে, প্রগতীশীল রাষ্ট্র গড়ার পথে হাঁটবে তাদের সরকার। নারীদের নিরাপত্তা এবং মর্যাদা অক্ষুন্ন রাখা হবে। যদিও বাস্তবে কোনওটাই প্রতিফলিত হয়নি।


একাত্তর/এসএ

জুলাই-আগস্টে হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিলো, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীেক পরামর্শ দেয়া ছাড়া ভারতে আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস...
আশা করা হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন। তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য...
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
পাকিস্তানের অনলাইন মিডিয়া চ্যানেল ‘রাফতার’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ফারহান মল্লিককে রাষ্ট্রদ্রোহী পোস্ট ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার আদালতে তোলা হয়েছে।
জুলাই-আগস্টে হাসিনাবিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিলো, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীেক পরামর্শ দেয়া ছাড়া ভারতে আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস...
রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজ থাকা কালে মুক্তিপণ দাবি করা হয়েছিল। না পেয়ে হত্যা করা হয়েছে।
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত