ইতালির উত্তরাঞ্চলীয় শহর গুরুত্বপূর্ণ বানিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র তুরিনে ক্রেনসহ উল্টে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শনিবার (১৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই শ্রমিকরা ক্রেন বেয়ে উঠতে ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে ইতালীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, ঘটনার পর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারা গাড়িতে এবং রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
আরও পড়ুন: ওমিক্রনের থাবায় দেশে দেশে নেমে আসছে বিধিনিষেধ
এদিকে সরকারি দমকল সেবার টুইটার অ্যাকাউন্টের ফটোগ্রাফে দুটি ছয়তলা ভবনের মাঝখানে একটি রাস্তা জুড়ে বড় নীল ক্রেইনটি পড়ে থাকতে দেখা যায়।
একাত্তর/আরএ