স্থানীয়সময় শনিবার সিনেটে এটি পাস হয়।তবে এদিন রিপাবলিকান দলেরসিনেটরদের প্রত্যেকেই এই বিলের বিরোধিতাকরেন।
প্রেসিডেন্টহিসেবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেইবিশাল অঙ্কের এই প্রণোদনা প্যাকেজেরপরিকল্পনা জানিয়েছিলেন বাইডেন।
এর আগে গত ২৭ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এইকরোনা তহবিলের অনুমোদন দেয় কংগ্রেসের নিম্নকক্ষপ্রতিনিধি পরিষদ।
বিলটিসিনেটে পাস হবার পরপ্রেসিডেন্ট বাইডেন এটিকে এগিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপহিসেবে উল্লেখ করেছেন। এ সময় তিনিআবারো দেশের জন্য কাজ করারপ্রতিজ্ঞা করেন।
হোয়াইটহাউসে তিনি বলেন, পরিকল্পনাঅনুযায়ী চলতি মাস থেকেনাগরিকদের দরজায় চেক পৌঁছে যেতেশুরু করবে, যাদের এই সহায়তা খুবইপ্রয়োজন।
চূড়ান্তবিলে দেশটির অনেক নাগরিককে এককালীনএক হাজার ৪০০ ডলার করেদেওয়ার জন্য মোট ৪০০বিলিয়ন ডলার বরাদ্দ দেয়াহয়েছে।
বিলটিপাসের আগে শনিবার দীর্ঘ২৭ ঘণ্টার অধিবেশন চলে। ভোটাভুটিতে বিলেরপক্ষে ৫০টি আর বিপক্ষেপড়ে ৪৯টি ভোট। এরমধ্যে সিনেটরদের সবাই এই বিলেরবিরোধিতা করেন।