রোববার কলকাতার ঐতিহাসিক বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে মোদী সভাবেশ মঞ্চে গলায় উত্তরীয় পরিয়ে মিঠুন চক্রবর্তীকে পদ্মশিবিরে স্বাগত জানন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মোদী এসে পৌঁছনোর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় মিঠুন বলেন, তিনি যা বলেন, তা করে দেখান। নিজেকে জাত গোখরো হিসাবে উল্লেখ করে তিনি জানান, এবার এক ছোবলেই তৈরি হবে নতুন ছবি। আর সেই ছবি দেখার জন্য তার ওপর বিশ্বাস রাখতেও সবার প্রতি আহ্বান জানান মিঠুন।
ভারতের এই জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, ব্রিগেডে বিজেপিতে যোগ দেওয়ার বিষয় তার কাছে স্বপ্নের মতো। ভারতবর্ষের বড় নেতাদের সঙ্গে এই মঞ্চে থাকতে পারার স্বপ্নপূরণের কথাও জানান তিনি।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনকে সামনে রেখে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যটিতে ৭০ বছর বয়সী এই অভিনেতার বহু ভক্ত ও অনুরাগী রয়েছেন।