ব্রিটইশবার্তা সংস্খা রয়টার্স জানিয়েছে, রোববারের বিক্ষোভে এখন পর্যন্ত হতাহতেরখবর পাওয়া যায়নি। বিভিন্ন শহরের শান্তিপূর্ণ অংশ নিয়েছেন হাজারোমানুষ।
ফেসবুকেসরাসরি প্রচার করা এক ভিডিওতেদেখা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় শান প্রদেশের লাশিওশহরে জড়ো হওয়া হাজারোবিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানেগ্যাস ও স্টান গ্রেনেডছুঁড়েছে।
এছাড়ামন্দিরের জন্য বিখ্যাত ঐতিহাসিকবাগান শহরে বিক্ষোভকারীদের দমনকরতে পুলিশ গুলিবর্ষণ করেছে।
এর আগে, রোববার মধ্যরাতেরপর থেকেই ইয়াঙ্গুনে ব্যাপক ধরপাকড় চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় তারা গুলিচালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ সময় বিভিন্ন বিক্ষোভকারীরখোঁজে তারা তার বাড়িবাড়ি গিয়ে তল্লাশি চালায়।এর আগে, শনিবার ইয়াঙ্গুনেএকটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও স্টান গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।
তবে,কোন হতাহতের খবর পাওয়া যায়নি।মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শানা,বিক্ষোভকারীদের হত্যার জন্য ক্ষমতাসীন জান্তারবিরুদ্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদেরপ্রতি আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেইনিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।