সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

ভারতে চলতি বছরে একদিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০১:৩৪ পিএম

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। ভারতে এর আগে সর্বশেষ গত ১৯ ডিসেম্বর একদিনে এর থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল। এনিয়ে ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮ জন। দেশটিতে দৈনিক মৃত্যুও শনিবার পৌঁছেছে ১৪০-এ। এনিয়ে ভারতে মোট মৃত্যু হল ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জনের। 

ভারতে দৈনিক আক্রান্তের ধারাবাহিক বৃদ্ধি বাড়িয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দু’মাস আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল দেড় লাখের নীচে। গত কয়েক দিনে বাড়তে বাড়তে তা আবারো দুই লাখ পেরিয়ে গেছে। ভারতের রাজ্যগুলোর মধ্যে, এবারো মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। রোজই সেখানে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৭ জন। চলতি বছরে দৈনিক আক্রান্তের হিসাবে এটাই সর্বোচ্চ। 

মহারাষ্ট্রে আক্রান্ত বাড়লেও গত কয়েকদিনে কেরালার দৈনিক সংক্রমণ কমেছে। শনিবার তা ১ হাজার ৭৮০। কিন্তু পঞ্জাবে দৈনিক সংক্রমণ এই সপ্তাহ জুড়েই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪০৮ জন। পাশাপাশি কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানাতেও বেড়েছে দৈনিক আক্রান্ত। নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে লকডাউন। সম্পূর্ণ লকডাউনে গেছে নাগপুর। পাঞ্জাবের বিভিন্ন জেলায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুলও।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বলছেন, আমাদের জনগণ যখন বোমাবর্ষণের শিকার হচ্ছে তখন তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যেতে পারে না।
ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
সাত বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান-ইসরাইল প্রাণঘাতী সংঘাত। 
ইরান-ইসরাইল উত্তেজনা বাড়ায় বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান প্রণালিটি বন্ধ করলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত