ইকুয়েডরে গত ২০ বছরের সবচেয়ে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভুমিধসে রাজধানী কিটোতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাছে পিচিনচা আগ্নেয়গিরি থেকে কাদামাটি ও পাথর একটি বিনোদন পার্ক ও আটটি বাড়ির ওপর ধসে পড়ে। এতে অন্তত ৩২ জন আহত হন।
আরও পড়ুন: জাতিসংঘ বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা
দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্বাভাসের চেয়ে অন্তত ৪০ গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। একে ২০০৩ সালের পর সর্বোচ বৃষ্টিপাতের রেকর্ড বলছেন মেয়র স্যান্টিয়াগো গার্ডেরাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বন্যার তোড়ে বাড়িঘর ও যানবাহন ভেসে যেতে দেখা গেছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
একাত্তর/এসজে