মঙ্গলবার স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টা এবং সন্ধ্যা ৬টায় দুইটি স্পা সেন্টার ও একটি ম্যাসাজ পার্লারে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২১ বছর বয়সী রবার্ট অ্যারন লং নামে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। রবার্ট চেরোকি কাউন্টির উডস্টকের বাসিন্দা।
আটলান্টার পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের বলেন, স্থানীয় এক পার্লারে ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনটি মরদেহের সন্ধান পায়। এ নিয়ে পুলিশ যখন তদন্ত কাজ চালাচ্ছিল ঠিক তখনই একই রাস্তার আরেকটি স্পা সেন্টার থেকে ডাকাতির খবর আসে। সেখানে গুলিতে নিহত আরেক নারীর মরদেহ খুঁজে পায় পুলিশ।
এদিন প্রথম হামলার ঘটনা ঘটে আটলান্টা শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে চেরোকি কাউন্টিতে। কাউন্টির ইয়ংস এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং আরও একজন আহত হয়।
পুলিশ জানিয়েছে, সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। সবগুলো হামলা একই ব্যক্তি করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্পা ও ম্যাসাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
নিহতদের মধ্য ছয়জন এশিয়ান নারী, একজন শ্বেতাঙ্গ নারী ও একজন শ্বেতাঙ্গ পুরুষ। এছাড়া আহত একজন হিম্পানিক পুরুষ রয়েছে। তবে কী কারণে এই হামলা করা হয়েছে সে সম্পর্কে এখনো কোনো কারণ জানা যায়নি।